বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চরভদ্রাসনে গোপনে চলছে পটকা ও আতশবাজি বিক্রি

চরভদ্রাসনে গোপনে চলছে পটকা ও আতশবাজি বিক্রি

Views

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি:

পবিত্র শব-ই-বরাত ও ঈদকে টার্গেট করে ফরিদপুরের চরভদ্রাসনে গোপনে চলছে বিস্ফোরক জাতীয় পটকা-আতশবাজি বিক্রি।

চরভদ্রাসন সদর বাজারের ছোট, ছোট নানান রকমের ব্যবসার আড়াঁলে প্রতিদিনই চলছে এই পটকা ও আতশবাজি বিক্রি।

বিশেষ করে সন্ধ্যা নামার পর থেকেই এই পটকা ও আতশবাজি বিক্রি শুরু হয় দোকানগুলোতে।

যদিও এসব পটকা ও আতশবাজি বহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। তবুও কিছু কিছু ব্যবসায়ী বিভিন্ন ব্যবসার আড়াঁলে স্থানীয় প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে প্রতিদিন এসব নিষিদ্ধ পটকা, আতশবাজি বিক্রি করে চলেছে।

আর, এসব পটকা ও আতশবাজি বিক্রি হচ্ছে গ্রাম-গঞ্জের স্কুল পড়ুয়া ছোট, ছোট ১০ থেকে ১২ বছরের শিশুদের কাছে।

ফলে, উক্ত শিশুরা তারাবির নামাজ আদায় করবে বলে বাড়ি থেকে বের হয়ে এসে দলবদ্ধভাবে বিভিন্ন রাস্তা ও মানুষের বসতবাড়ির সামনে এসব পটকা ও আতশবাজি ফুটাচ্ছে।

এতে, বসত-বাড়িতে থাকা শিশু, বৃদ্ধা ও গর্ভবতি মহিলারা ভয়ে আতংকিত হয়ে মানুষিক ও শারিরীকভাবে ক্ষতিগ্রস্থ্যর স্বীকার হচ্ছে।

শুধু তাই নয়, এসব পটকা, আতশবাজি ফুটানোর ফলে যেকোন সময় বসত-বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ঘরবাড়িসহ প্রাননাশের মত ঘটনা ঘটতে পারে বলেও আশংকা রয়েছে।

মঙ্গলবার সকালে সদর ইউনিয়নের পূর্ব বিএস ডাঙ্গী গ্রামের বাসিন্দা সেন্টু মোল্যা এ প্রতিবেদককে জানান, গত সোমবার আনুমানিক রাত সাড়েঁ ৮ টার দিকে আমাদের সামনের গ্রামের ১০ থেকে ১২ বছর বয়সী স্কুলপড়ুয়া ৫/৬ জনের একদল পোলাপান সাইকেলযোগে আমার বাড়ির ঘরের সামনে বিকট শব্দে বোমা ফাটিয়ে দ্রুত সাইকেল চালিয়ে পালিয়ে যায়।

এতে, আমার বাড়িতে থাকা আমার গর্ভবতি স্ত্রী, বৃদ্ধ মা, ও ছোট-ছোট ভাতিজি, ভাতিজা ভয়ে আতংকিত হয়ে পরে।

তিনি আরও জানান, শুধু ঐদিনই নয়। এর আগেও ওই ছেলেরা একইভাবে রাতে আমার বাড়ির সামনে বোমা ফাটিয়ে পালিয়ে যায়।

একই গ্রামের বাসিন্দা মোঃ সাজাহান মোল্যা, বাশার মোল্যা, মোঃ মঙ্গল মোল্যা ও শেখ কালাম বলেন, এসব ছোট ছোট ছেলেরা বাড়িতে তারাবির নামাজ পরতে বলে বের হয়ে রাতের বেলায় দলবদ্ধভাবে মানুষের বাড়ির সামনে ও আনাচে-কানাচে পটকা, আতশবাজি বোমা ফুটায়।

ফলে, এতে যেকোন সময় বড় ধরনের অগ্নিকান্ডে পুরো গ্রাম আগুনে জ্বলে পুরে ছারখার হয়ে যাওয়ার শংকা বিরাজ করছে।

এব্যাপারে জানতে চাইলে, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রোজিউল্লাহ খান বলেন, মুঠোফোনে আমাকে মনির হোসেন নামে একজন তার বাড়ির সামনে বোমা ফাটানোর খবর দেয়। আমি তাকে বলেছি, আপনি থানায় এসে লিখিত অভিযোগ দিলে এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Share This

COMMENTS