সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রেসক্লাব পার্বতীপুর এর সভাপতি শামসুল হুদা এবং সাধারণ সম্পাদক হাবিব ইফতেখার নির্বাচিত

প্রেসক্লাব পার্বতীপুর এর সভাপতি শামসুল হুদা এবং সাধারণ সম্পাদক হাবিব ইফতেখার নির্বাচিত

১১৭ Views

অনিয়ম-দূর্নীতি ও অপসংবাদিকতার বিরুদ্ধে জেগেছে আজ”প্রেসক্লাব পার্বতীপুর” এর প্রতিবাদী ও নিষ্ঠাবান সাংবাদিকবৃন্দ। ১৫ মার্চ(শনিবার)ইফতারের পর পার্বতীপুরের জসিমউদ্দিন রোড়স্থ, “প্রেসক্লাব পার্বতীপুর”এর অস্থায়ী কার্যালয়ে পার্বতীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রেসক্লাবের আহবায়ক শামসুল হুদার সভাপতিত্বে পার্বতীপুরে কর্মরত সাংবাদিকগণের উপস্থিতিতে এক সাধারণ সভায় সদস্য পদ যাচাই বাছাই করে সর্বসম্মতিক্রমে কন্ঠ ভোটের মাধ্যমে পুর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

ইফতার শেষে সাধারণ সভায় সাংবাদিকগণের মধ্যে পুর্ণাঙ্গ কমিটিতে সভাপতি পদে রয়েছেন পার্বতীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রেসক্লাবের আহবায়ক,দি নিউ নেশন প্রতিনিধি-দিনাজপুরের কাগজের সম্পাদক ও প্রকাশক মুক্তিযোদ্ধা মোহাম্মাদ শামসুল হুদা ।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, নাট্যকার, গীতিকার, চিত্রশিল্পী, ফুটবলার,এ্যাথলেট,শিক্ষক,মোহনা টেলিভিশনের প্রতিনিধি এবং এমকে টেলিভিশনের চেয়ারম্যান ও  সিনিয়র সাংবাদিক হাবিব ইফতেখার।

এছাড়াও রয়েছেন-সিনিয়র সহ সভাপতি পদে- গীতিকার,সুরকার,কবি, সাহিত্যিক,শিক্ষক ও সিনিয়র সাংবাদিক যুগান্তর প্রতিনিধি মুসলিমুর রহমান।সহ সভাপতি পদে- র্বতীপুরের রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর, বাংলা একাডেমির সদস্য এবং এম কে টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার মাহফিজুল ইসলাম মাসুম।সহ সভাপতি পদে-বলিষ্ঠ খুরধার,প্রতিবাদি ও নির্ভিক সাংবাদিক গণকন্ঠের বিশেষ প্রতিবেদক আতিকুর রহমান আতিক।আরো রয়েছেন-যুগ্ম সাধারণ সম্পাদক পদে- প্রতিবাদী ও বলিষ্ঠ সাংবাদিক এশিয়ান টিভির প্রতিনিধি লিমন হায়দার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে- একনিষ্ঠ,আপোষহীন সাংবাদিক দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আল মামুন মিলন।
সাংগঠনিক সম্পাদক পদে-বিচক্ষন,আপোষহীন সাংবাদিক মানবকথার প্রকাশক রোকুনুজ্জামান বাবুল।যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে-রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর,প্রতিবাদি সাংবাদিক দিনাজপুরের কাগজের প্রতিনিধি মোমিনুল ইসলাম (ডাক্তার)।কোষাধ্যক্ষ পদে রয়েছেন- হোমিও ডাক্তার,ইসলাম ধর্ম বিষয়ক বক্তা,প্রতিবাদি সাংবাদিক দিনাজপুরের কাগজের প্রতিনিধি মশিউর রহমান।
দপ্তর সম্পাদক পদে- ছাত্রনেতা,পিবিএন নিউজ২৪ এর প্রতিনিধি,সাংবাদিক আনোয়ারুল ইসলাম। প্রচার সম্পাদক পদে- ইংরেজী শিক্ষক,দৈনিক স্বাধীন ভাষার প্রতিনিধি, সাংবাদিক খোলাফায়ে রাশেদিন রাশেদ।তথ্য ও গবেষনা বিষয়ক পদে-মানবকথা ডট কমের প্রতিনিধি,সাংবাদিক মোস্তাফিজার রহমান বাবলু ।  সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে-দিনাজপুর ২৪ ডট কমের প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম। আইন বিষয়ক সম্পাদক দিনাজপুরের কাগজের প্রতিনিধি,সাংবাদিক আব্দুল খালেক।
এছাড়াও কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন-সাংবাদিক মেসবাহুল ফেরদৌস, ,সাংবাদিক মিজানুর রহমান মিজান,সাংবাদিক আবু সাঈদ এবং সাংবাদিক মোশারফ হোসেন।

Share This