বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

দক্ষিণ হরিরামপুর গ্রামে ডালিম কোল্ড স্টোরেজ লিমিটেড এর শুভ উদ্বোধন

দক্ষিণ হরিরামপুর গ্রামে ডালিম কোল্ড স্টোরেজ লিমিটেড এর শুভ উদ্বোধন

২৮ Views

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ; দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দক্ষিণ হরিরামপুর গ্রামে ডালিম কোল্ড স্টোরেজ লিমিটেড এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বিকেল ৪টায় দক্ষিণ হরিরামপুর খয়েরপুকুরহাট রাস্তা সংলগ্ন এলাকায় বেসরকারিভাবে ডালিম কোল্ড স্টোরেজ লিমিটেড শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা বিএনপি সভাপতি ও জাতীয় কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য এবং সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক। ডালিম কোল্ড স্টোরেজ লিমিটেড এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং ফিতা কেটে উদ্বোধন করেন জনতা ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান এম. ফজলুর রহমান (সিএসপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোঃ মজিবর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, জনতা ব্যাংক পিএলসি। এ সময় উপস্থিত ছিলেন ডালিম কোল্ড স্টোরেজ লিমিটেড এর পরিচালক মোঃ জাহেদুল হাসান, ডালিম কোল্ড স্টোরেজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তাকিম রহমান ডালিম।
এ সময় বিভিন্ন ব্যবসায়ী মহল, সুধীজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার আলু ব্যবসায়ী এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ। উদ্বোধন অনুষ্ঠান শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিলেন ডালিম কোল্ড স্টোরেজ লিমিটেড।

Share This