
ঘোড়াঘাটে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরন

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৪টি ইউনিয়নে ১ টি পৌরসভায় ভিজিএফ কর্মসূচির আওতায় ২১৯৮৮ জন কার্ডধারী ১০ কেজি করে চাল পাচ্ছেন। এবছর ঘোড়াঘাট পৌরসভায় ১৫৪০ টি কার্ডের বিপরীতে ১৫.৪০০ মে.টন, সিংড়া ইউনিয়নে ৬১৪৫ কার্ডের বিপরীতে ৬১.৪৫০ মে.টন, বুলাকীপুর ইউনিয়নে ৫৭৭৫ টি কার্ডের বিপরীতে ৫৭.৫৫০ মে.টন, পালশা ইউনিয়নে ৫৬৬৭ টি কার্ডের বিপরীতে ৫৬.৬৭০ ও ঘোড়াঘাট ইউনিয়নে ২৮৮১ টি কার্ডের বিপরীতে ২৮.৮১০ মে.টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। রবিবার (১৬মার্চ) পর্যন্ত উপজেলার সিংড়া ইউনিয়নের ৬ হাজার ১৪৫ জন কার্ড ধারীর মধ্যে চাল বিতরণ করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন,৩ নং সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. সাজ্জাত হোসেন,ইউপি প্রশাসনিক কর্মকতা আহাসানুল হক সরকার, ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তুষার কান্তি দাস ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ অনেকে। চেয়ারম্যান সাজ্জাত হোসেন বলেন,এ বছর সুষ্ঠভাবে নিরিবিলি পরিবেশে কোন রকম বিশৃঙ্খলা ছাড়া চাল বিতরন হয়েছে। এবিষয়ে ঘোড়াঘাট উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সুজন মিয়া জানান,পৌরসভাসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে ট্যাগ অফিসারের উপস্থিতিতে হতদরিদ্র অসহায় কার্ডধারী মানুষের মাঝে এসব চাল বিতরণ করা হবে।