বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জানালার গ্রিল বানাতে গিয়ে কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

জানালার গ্রিল বানাতে গিয়ে কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর কোম্পানীগঞ্জে জানালার গ্রিলের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহিরুল ইসলাম শান্ত (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত জহিরুল ইসলাম শান্ত’র বাড়ি জেলার সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মালেক ব্যাপারী বাড়ির আবুল কাশেমের ছেলে সে। রোববার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার উত্তর বাজারের শাহীন মেটাল ওয়ার্কসপে ওই দুর্ঘটনাটি ঘটেছে।

স্থানীয় স‚ত্রে জানাগেছে, নিহত শান্ত বসুরহাট উত্তর বাজারের শাহীন ওয়ার্কসপ মেটালে গ্রিল মেস্তুরী হিসাবে চাকরি করত। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে দোকানের অন্য কর্মচারি আরজু সহ গ্যারেন্ডার মেশিন দিয়ে জানালার গ্রিলের কাজ করার সময় হঠাৎ শান্ত বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক সঙ্গে থাকা আরজু দোকানের মেইন সুইচ বন্ধ করে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার (এসআই) সোহেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেন । এঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান, কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলী আশরাফ।

৪০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS