বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সংস্কার ও প্রকল্পের আওতায় আনা হলে মৎস্য সেক্টরে অপার সম্ভাবনা রয়েছে জবই বিলে ……মৎস্য মহাপরিচালক ড.মো:আব্দুর রইফ

সংস্কার ও প্রকল্পের আওতায় আনা হলে মৎস্য সেক্টরে অপার সম্ভাবনা রয়েছে জবই বিলে ……মৎস্য মহাপরিচালক ড.মো:আব্দুর রইফ

৪৪ Views

তছলিম উদ্দীন,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর জেলার সাপাহার ঐতিহ্যবাহী জবই বিল সংস্কার ও নতুনভাবে মৎস্য প্রকল্পের আওতায় আনা হলে একদিকে এখানকার মৎস্যজীবীরা যেমন স্বাবলম্বী হবে অপর দিকে বিলের জীববৈচিত্রও ধব্বংসের হাত থেকে রক্ষা পাবে। এছাড়া মৎস্যসেক্টরে দেশের মাছের চাহিদা পুরনে জবই বিল বেশ ভুমিকা রাখবে এবং মৎস্য উন্নয়নে রয়েছে অপার সম্ভাবন।
মৎস্য উন্নয়নে সাপাহার জবই বিলের মৎস্যজীবী উপকার ভোগীদের সাথে এক মতবিনিময় সভায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড.মো: আব্দুর রইফ কথাগুলি বলছিলেন।
শনিবার দুপুর সাড়ে ১২টায় বিল পাড়ে এক বদ্ধ্যভুমি প্রাঙ্গনে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো: সেলিম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কথাগুলি বলেন। তিনি তার বক্তব্যে ঐতিহ্যবাহী এই বিল সংস্কার ও নতুন প্রকল্পের মাধ্যমে মৎস্যজীবীদের ভাগ্যন্নয়ন ও জীববৈচিত্র রক্ষায় কাজ করারও ঘোষনা দেন। এসময় অন্যান্যদের মধ্যে এস এম রেজাউল করিম, উপ পরিচালক (প্রশাসন) মৎস্য অধিদপ্তর, মো: শাহেদ আলী উপ-পরিচালক (পরিকল্পনা শাখা) আব্দুল ওয়াহেদ মন্ডল উপ-পরিচালক মৎস্য অধিদপ্তর রাজশাহী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাপাহার উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) সাধারণ সম্পাদক সারোয়ার জাহান লাবু সাংগঠনিক সম্পদক আব্দুল্লাহ আনসারী, শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় উপজেলার সকল মৎস্যজীবী, মৎস্যচাষী সহ অসংখ্য লোকজন বিল পাড়ের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share This