শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ

১৩ Views

গাইবান্ধা প্রতিনিধি: ২০২৪-২৫ অর্থ বছরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ণ ও পৌর সভার ৩০ জন কৃষক-কৃষাণী অংশ নেয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) রোস্তম আলী। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান। দ্বিতীয় ও তৃতীয় দিনের সেশন পরিচালনা করবেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অফিসার জাহাঙ্গীর আলম ও জেলা বীজ প্রত্যয়ন অফিসার কামরুজ্জামান। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিজা আকতার সেবু।

Share This

COMMENTS