শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গোবিন্দগঞ্জে আলোচনায় এখন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নির্মিত চার কালভার্ট

গোবিন্দগঞ্জে আলোচনায় এখন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে নির্মিত চার কালভার্ট

১৩ Views

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আওতাধীনে চার টি কালভাট নির্মান নিয়ে এখন আলোচনায় উঠেছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ব্রিজ/কালভাট নির্মান প্রখল্পের আওতায় চলতি অর্থ বছরে কালভাট নির্মান করে। এরিমধ্যে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্র-পত্রিকায় এসব কালভার্ট নির্মান নিয়ে পক্ষে বিপক্ষে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। জুলাই অভ্যর্থনের পর এ কালভার্ট নির্মান নিয়ে নানা আলোচনা সমালোচনা জোরালো হতে থাকে। সরজমিনে দেখা গেছে উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ^নাথপুরে করতোয়া নদীর পূর্বে নদীরচরে একটি খালের দক্ষিনে এক স্প্যান বিশিষ্ট ১২ মিটার দৈর্ঘ একটি কলভার্ট নির্মান করা হয়েছে। স্থানীরা জনান মানুষ চলাচলের জন্য কোন রাস্তা না থাকায় এ কলভার্টটি তাদের কোনো কাজে আসবেনা। এছাড়াও বিশ^নাথপুর গ্রামের করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাধ থেকে ওই কলভার্ট যাওয়ার পথে বাধের পাশে বিশাল একাট খাল রয়েছে যা বছরের বেশির ভাগ সময় জলামগ্ন থাকে তাই শুকনো সময় ছাড়া এ পথে মানুষ চলাচল সম্ভব হয়না। কেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ খালে কলভার্ট নির্মান না করে খালের দক্ষিণে গিয়ে কলভার্ট নির্মার করলো তা নিয়ে প্রশ্ন তলেন স্থানীয়রা। বিশ^নাথপুর গ্রামের রোকসানা বলেন যে রাস্তা দিয়ে কলভার্টে যাওয়া আসা করা হচ্ছে এটি আমার মামা শশুরের জমি। ব্যক্তি মালিকানা জমি দিয়ে কেউ রাস্তা ব্যবহার করতে দিবেনা। এ নিয়ে তার ছেলে পলাশ ও মেয়ে পারুল,পরভীন আদালতে মামলা করেছে। এদিকে সাপমাড়া ইউনিয়নের দুধাআরা গ্রামে একটি কলভার্টে থালেও তার পাশে দুই স্প্যান বিশিষ্ট আরও কলভার্ট নির্মান করা হচ্ছে। এ গ্রামের অ্যাডভোকেট রেখা মুঠো ফোনে সাংবাদিকদের জানান দুধাআরা পারার মধ্যে চলাচলের জন্য ব্যক্তিগত ভাবে তিনি নিজে ৩ ফিট প্রস্থ রাস্তা দেওয়া হয়। ব্যক্তিগত রাস্তায় একটি কলভার্ট থাকতে কেন সেখানে নতুন আরো একটি কলভার্ট নির্মান করা হচ্ছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এ কলভার্ট নির্মানের ফলে এলাকার বিপুল পরিমান আবাদি জমি বর্ষায় জালামগ্ন হয়ে পড়বে। এতে এলাকার কৃষকরা ক্ষতিরমুখে পরবে। অপর দিকে সাপমাড়া ইউনিয়নের সাহেবগঞ্জ থেকে দরবস্ত ইউনিয়নের গুচ্ছ গ্রামে যাওয়ার জন্য সাহেবগঞ্জ গ্রাম সংলগ্ন খালের উপর পাশাপাশি দুই কলভার্ট নির্মান করা হচ্ছে। যা সরকারি অর্থ অপচয় ছাড়া আর কিছুই নয়। এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা সিপিবি নেতা তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন উপজেলার ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যলয়ের কোন তথ্য সহযে পাওয়া যায়না। তাই তারা কি করে সাধারণ মানুষের তা জানা সম্ভব হয়। তাদের ওয়েবসাইটে কোন তথ্য দেওয়া থাকেনা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আওতাধীন এসব কলভার্ট নির্মান অনিয়ম ও সেচ্ছাচারিতার অভিযোগ করেন তিনি। বলেন কর্মকর্তারা তাদের স্বার্থে এসব কলভার্ট নির্মান করেছে। এখানে আলাকার মানুষদের কোন উপকার হয়নি। এসব কলভার্ট নির্মানে দায়ী ব্যক্তিদের তদন্ত পূর্বক বিচার দাবি করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলীর নিকট এসব কলভার্ট নির্মান বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন সকল নিয়ম মেনে কলভার্ট নির্মান করা হয়েছে। কলভার্ট নির্মান কোন অনিয়ম ও সেচ্ছাচারিতা বলে জানান তিনি। সরকারি জমিতে কলভার্ট নির্মান করা হয়েছে করো ব্যক্তিগত জমিতে নয় বলে দাবি তার। কলভার্ট নির্মানে আশেপাশের জমির মালিকরা তাকে সহযোগিতা করছে। দুধাআরা কলভার্টের আশপাশে অ্যাডভোকেট রেখার কোন জমি নেই বলে দাবি করেন তিনি।

Share This

COMMENTS