গাইবান্ধা প্রতিনিধি: ২০২৪-২৫ অর্থ বছরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ণ ও পৌর সভার ৩০ জন কৃষক-কৃষাণী অংশ নেয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) রোস্তম আলী। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান। দ্বিতীয় ও তৃতীয় দিনের সেশন পরিচালনা করবেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অফিসার জাহাঙ্গীর আলম ও জেলা বীজ প্রত্যয়ন অফিসার কামরুজ্জামান। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিজা আকতার সেবু।