শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সৈয়দপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট, থানায় অভিযোগ

সৈয়দপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট, থানায় অভিযোগ

১১৫ Views

দুলাল সরকার, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ; নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারপিট করার অভিযোগ মিলেছে। এটি ঘটেছে শনিবার রাতে শহরের ১০নং ওয়ার্ডের কাজীপাড়া তুলা ফ্যাক্টরী সংলগ্ন মহির উদ্দিন সরকার পাড়ায়।
ঘটনার অভিযোগে স্ত্রী বাদি হয়ে গতকাল রবিবার সৈয়দপুর থানায় স্বামীসহ চারজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা হলো ইমরান (২৮), মোঃ রিফাত (২৯), মোছাঃ রুবি (৩০) ও মোছাঃ আনিতা।
ঘটনার শিকার স্ত্রী মোছাঃ পপি থানায় দেয়া অভিযোগে বলেন, তার স্বামী ইমরান একজন থাই জুয়ারু। জুয়ায় হেরে গেলে আমাকে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে বলেন। আমি যৌতুকের টাকা আনতে অস্বীকার করলে প্রায় সময় আমাকে বেদম মারপিট করা হয়। শনিবার রাতেও সে আমাকে মারপিট করেছে। পরে আমার আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে আমাকে উদ্ধার করে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে আসি। আর তার (স্বামীর) এমন অপকর্মে সহযোগিতা করে মোছাঃ রুবি, মোছাঃ আনিতা ও মোঃ রিফাত। এজন্য মারপিট করার সহযোগীদেরকেও অভিযুক্ত করা হয়েছে।
জানতে চাইলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

 

Share This