গাইবান্ধার সাঘাটায় ইউপি চেয়ারম্যান সুইট ও ভাই সুজাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
১৩ Views
গাইবান্ধা প্রতিনিধি : একাধিক মামলার আসামি সাঘাটার আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন সুইট ও সুজার বাহিনীর প্রধান ইউনিয়নের আওয়ামী লীগে সভাপতি তিনবারের ভোটহীন চেয়ারম্যানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক সাঘাটা উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, আওয়ামী লীগ নেতা ফরহাদ, সাবেক ইউপি চেয়ারম্যান আরশাদ আজিজ রোকন, ইউপি সদস্য মাহবুবর রহমান, ইউপি সদস্য গোলাম হোসেনসহ অন্যান্যরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করা হয়।