বৃহস্পতিবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাটে পবিত্র শবেবরাত পালিত

ঘোড়াঘাটে পবিত্র শবেবরাত পালিত

৩৫ Views

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ বছর ঘুরে রমজানের বার্তা নিয়ে এসেছে পবিত্র শবেবরাত। ইসলাম ধর্মাবলম্বীদের বড় অংশ এ রাতকে মহিমান্বিত রজনী শাবান হলো রমজানের আগমনী বার্তা শারীরিক ও আত্মিকভাবে রমজানের জন্য প্রস্কুতি হতে শাবান মাস। সারাদেশে ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাটে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবেবরাত পালিত হয়েছে। ১৪ ফেব্রæয়ারী (শুক্রবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। ফার্সি শব্দগুচ্ছ ‘শবেবরাত’ অর্থ ভাগ্যরজনী। রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত। ইসলাম ধর্মের পবিত্রতম একটি রাত হলো শবে বরাত। এই রাতের গুরুত্ব অনেক। উপজেলা ধর্মপ্রাণ মুসল্লিরা প্রতিটি মসজিদে নানা ইবাদত-বন্দেগি শবেবরাতের আলোচনা দোয়, মিলাদ মাহফিল মধ্যে দিয়ে এ রাতটি পালন করে থাকেন। যার মধ্যে অন্যতম হলো নফল নামাজ, কোরআন তেলাওয়াত এবং রোজা রাখা। অনেকেই মধ্যরাত পর্যন্ত নফল নামাজ আদায় করেন। আবার কোরআন তেলাওয়াতসহ জিকিরে মধ্যে দিয়ে রাতটি পালন করেন। দিনটিতে রোজা রাখারও ওপর রয়েছে নানা ফজিলত। রোজা রাখা ছাড়াও সকলের শবে বরাতে ইবাদত-বন্দেগিতে মনোযোগী হন । বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া কামনা করেন। দরিদ্রদের সাহায্য করা, জাকাত ও দান-সদকা দিয়ে গরিব-অসহায়দের সাহায্য করা মধ্যে দিয়ে এই দিনটি পালন করে থাকেন।

Share This