বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

সেনবাগের সেবারহাটে ভয়াবহ অগ্নিকান্ড ৩ ব্যবসা প্রতিষ্টান পুড়ে ছাঁই. ক্ষতি ৮লাখ টাকার

সেনবাগের সেবারহাটে ভয়াবহ অগ্নিকান্ড ৩ ব্যবসা প্রতিষ্টান পুড়ে ছাঁই. ক্ষতি ৮লাখ টাকার

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : সেনবাগ উপজেলার অন্যতম ব্যবসা কেন্দ্র সেবারহাট সবজী বাজারে ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ৮লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবয়ীদের। পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান গুলো হচ্ছে। আলা উদ্দিনের মুদি দোকান, গোরাঙ্গের চা দোকান ও মহিন উদ্দিনের সবজী দোকান।
সেনবাগ ফাযার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ী আবুল খায়ের জানান, রবিবার রাত আনুমানিক ৪টার দিকে সেবারহাট সবজী বাজারে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় মসজিদ থেকে আগুন লাগার বিষয়টি মাইকে প্রচার করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সাভিসের লোকজন দ্রæত ঘটনাস্থাল পৌছে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে ৩টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ৮লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। অগ্নিকান্ডের ঘটনটি ঘটেছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে বলে নিশ্চিত করেন ফায়ার সাভিস।

১৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS