বগুড়ার কাহালুতে চিরনিদ্রায় শায়িত হলেন কাহালু প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইউনুস আলী টনি।।

বগুড়ার কাহালুতে চিরনিদ্রায় শায়িত হলেন কাহালু প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইউনুস আলী টনি।।

বগুড়া জেলা প্রতিনিধি:

গত এক সপ্তাহ আগে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গতকাল রাত সাড়ে নয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইউনুস আলী টনি তিনি ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতি করেন। কাহালু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। সাংবাদিক ও লেখক পেশায় নিযুক্ত ছিলেন । কাহালু প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আজ শনিবার বাদ আসর কাহালু কেন্দ্রীয় ঈদগা মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজার নামাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কাহালু উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ । জানাজার নামাজ শেষে তার গ্রামের বাড়ি কাহালু পাল্লাপাড়ার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

৯৩ বার ভিউ হয়েছে
0Shares