শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তালোড়া ওলামা পরিষদের আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

তালোড়া ওলামা পরিষদের আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

৩৬ Views

মোসাব্বর হাসান মুসা স্টাফ রিপোর্টার বগুড়াঃ

তালোড়া ওলামা পরিষদের আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল  তালোড়া রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়।

দিল্লির মৌলভী সাদ এর গোমরাহী ১৭ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা ময়দানে হামলা ও হত্যার প্রতিবাদে তালোড়া ওলামা পরিষদ আয়োজিত সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়েছিল।পশ্চিম বগুড়ার নন্দীগ্রাম কাহালু আদমদীঘি দুপচাঁচিয়া এলাকার ওলামা পরিষদ উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করেন।

মাওলানা সাদ এর বক্তব্য হলো হেদায়েত যদি আল্লাহর হাতেই থাকেন কেন নবীদের প্রেরণ করেছেন নাউজুবিল্লাহ। তিনি এও বলেন আল্লাহর কসম দিয়ে তিনি তোমাদের আমির আমি যে আমির মানবেনা সে জাহান্নামী। নাউজুবিল্লাহ। কোরআন না বুঝে পড়লে কোন ফায়দা হবে না দেওবন্দ ফতোয়া ১৭। মসজিদে ইমামতি করে টাকা নেওয়া নোংরা মহিলার বিনিময়ের চেয়েও খারাপ। দেওবন্দ ফতোয়া ১৬। দিল্লির মৌলভী ছাদের আরো অসংখ্য বিভ্রান্তিমূলক কথাবার্তায় ওলামারা ক্ষিপ্ত হয়ে  বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন উপরোক্ত কথাগুলো বলেন বক্তারা ।

তালোড়া এলাকার মাওলানা মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে  উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ওলামা পরিষদের সেক্রেটারি মুফতি মিনহাজুল ইসলাম। নন্দীগ্রাম এলাকার প্রখ্যাত আলিমি দিন ইব্রাহিম আলী হুজুরের পুত্র মাওলানা মোঃ মাহবুবুর রহমান।

মাওলানা সিরাজুল ইসলাম। মাওলানা সাইফুল ইসলাম। মাওলানা মাসুম বিল্লাহ। মনোয়ার হোসেন। মাওলানা বাকি বিল্লাহ।মাওলানা রেজাউল ইসলাম। মাওলানা মুজাহিদুল ইসলাম। মাওলানা আব্দুর রাজ্জাক। মাওলানা রফিকুল ইসলাম। মাওলানা আবরারুল হক। মাওলানা হাবিবুল্লাহ সাহাল। মাওলানা কামরুল ইসলাম রুবেলসহ প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী ঐক্য জোটের দুপচাঁচিয়া উপজেলা সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী।উক্ত বিক্ষোভ সমাবেশ মিছিলে তার উপজেলার বিভিন্ন মাওলানা শাইখ এবং ছাত্ররা-এ সময় উপস্থিত ছিলেন।বিক্ষোভ সমাবেশে সকল বক্তারাই তাবলিগ জামাতের মাওলানা সাদ এর ঐসকল বক্তব্যের  প্রতিহত করার ঘোষণা প্রদান করেন।

Share This