সান্তাহার মহিলা কলেজে নাগরিকত্ব কর্মশালা অনুষ্ঠিত।।
মোসাব্বর হাসান মুসা স্টাফ রিপোর্টার বগুড়াঃ
দি হাঙ্গার প্রজেক্ট আয়োজিত সান্তাহার মহিলা কলেজে নাগরিকত্ব কর্মশালা কলেজের শিক্ষিকা হুমাইরা ইয়াসমিন দিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় হাঙ্গার প্রজেক্ট এর ভোটার অ্যাওয়ারনেস অ্যান্ড একটিভ সিটিজেনারি প্রকল্পের সহায়তা করি স্বেচ্ছাব্রুতি প্রশিক্ষক মোসাব্বর হাসান মুসা কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালায় নাগরিকত্ব অধিকার ও দায়িত্ব বিষয়টিকে সামনে রেখে বারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আলোচনা করা হয়। নাগরিক নাগরিক হিসাবে আমাদের পরিচয় অধিকার মৌলিক অধিকারসমূহ মৌলিক চাহিদা মৌলিক অধিকার ও মৌলিক চাহিদা পূরণে বর্তমান অবস্থা চিত্র কেন এই অবস্থা পূজা ও নাগরিকের কর্তব্য সক্রিয় নাগরিক কে নাগরিক সক্রিয় হলে কি কি লাভ হয় আমাদের কর্তব্য ও দায়িত্ব তরুণ ভোটারদের করণীয় বিষয়কে সামনে রেখে আলোচনা করা হয়।
উক্ত কর্মশালায় নির্বাচন ব্যবস্থা। সংবিধান। জনপ্রশাসন বিচার বিভাগ পুলিশ প্রশাসন স্বাস্থ্য বিষয়ক গণমাধ্যম শ্রম অধিকার বিষয়ক নারী বিষয়ক সংস্কার কমিশনের অগ্রাধিকার সমূহ আলোকপাত করা হয়েছে।
তো কর্মশালায় সুজন সুশাসনের জন্য নাগরিক কি কি কার্যক্রম করছে এগুলি বিস্তারিত বর্ণনা করা হয়।
কর্মশালায় সান্তাহার সরকারি কলেজ সান্তাহার মহিলা কলেজ আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ আসর আহমেদ কলেজ নশতপুর ডিগ্রী কলেজ থেকে ৬০ জন ছাত্র এবং ছাত্রী রোভার স্কা গার্লস ইন স্কাউট এর তোর অংশ নেয়।
এছাড়াও দুপচাঁচিয়া জেকে কলেজ থেকে ইমন মৃধা সরকারি আজিজুল হক কলেজের ছাত্র আব্দুল মমিন সহযোগিতায় করেন।