দুপচাঁচিয়া আদর্শ ক্লাবের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথভাবে পালিত।।
মোকাব্বর হাসান মুসা স্টাফ রিপোর্টার বগুড়া ঃ
আদর্শ ক্লাবের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথভাবে পালিত হয়েছে। সকাল ৯ ঘটিকায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন। বর্ণাঢ্য রেলি। বেলা ১১ ঘটিকায় ফ্রি মেডিকেল ক্যাম্প। আলোচনা ও দোয়া মাহফিল ও চার ঘটিকায় শীতবস্তু বিতরণ সহ সন্ধ্যা ৬ ঘটিকায় ক্লাবের সদস্যদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আদর্শ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফসার আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় পুরাতন এবং নতুন সদস্যরা উপস্থিত ছিলেন এবং মূল্যবান বক্তব্য রাখেন।
আলোচনা সভার শুরুতেই যেসব সদস্যরা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আদর্শ ক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এর পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন মোস্তাক আহমেদ। রফিকুল ইসলাম। আয়েত আলি। আশরাফুল আলম। মনসুর আলী। আব্দুল আলিম। ডাক্তার আতাউর রহমান মিঠু। শহিদুল ইসলাম। হুমায়ন কবির। আব্দুল ওহাব মানিক। নুরুন্নবীর রতন। সম্রাট। মাহবুবুর রহমান পলাশ। আবু হাসনাত রিকো। মিজানুর রহমান। শাহিন আহমেদ শাহিন। মোখলেসার রহমান বাবু। আতিকুর রহমান খোকন। সোহেল রানা। আবু সাঈদ। আলি নেওয়ার সন্তু। আব্দুস সালাম। মেহেদী হাসান। মাসুদ রানা। টগর। আব্দুল মজিদ। জাহিদ হাসান রুস্তম। মুক্তার আহমেদ। শামীম আহমেদ। ইলিয়াস আলী কল্লল।সবুজ শেখ। এমদাদুল হক। রাজু। আকরাম হোসেন। ইব্রাহিম আলী। সুজন। আনোয়ার হোসেন।আবু রায়হানসহ প্রমুখ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অসহায় গরিব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।