মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দুপচাঁচিয়ায় জাতীয় সমাজসেবা দিবস” উপলক্ষে আলোচনা সভা।।

দুপচাঁচিয়ায় জাতীয় সমাজসেবা দিবস” উপলক্ষে আলোচনা সভা।।

৩১ Views

মোসাব্বর হাসান মুসা স্টাফ রিপোর্টারঃ

উপজেলা সমাজসেবা কার্যালয়, দুপচাঁচিয়া, বগুড়ার উদ্যোগে ০২ জানুয়ারি ২০২৫ খ্রি. “জাতীয় সমাজসেবা দিবস” উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে কল্যাণ রাষ্ট্র গঠন বিষয়ে মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া উপজেলা পরিষদ থেকে তিষিগাড়ি মোড় পর্যন্ত ওয়াকাথনের আয়োজন করা হয়। এবারের সমাজসেবা দিবসের প্রতিপাদ্য ছিল- “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীগণ, উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ, সমাজসেবা অফিসের কর্মচারীবৃন্দ এবং অত্র কার্যালয়ের কিছু উপকারভোগী।

উক্ত অনুষ্ঠানে ওয়াকাথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ জন ছাত্র-ছাত্রীকে কৃতিত্বের ভিত্তিতে ক্রেস্ট প্রদান করা হয় এবং উপজেলা পরিষদের সহযোগিতায় ৪ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ৪টি হুইল চেয়ার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুপচাঁচিয়া উপজেলা সমাজসেবা অফিসার মো: ফিরোজ শাহ্ ।

Share This