মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু।।

আদমদীঘিতে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু।।

৩১ Views

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে জামিল উদ্দির সরদার (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে সান্তাহার-বোনারপাড়া রেললাইনের আদমদীঘি রেল স্টেশনের অদুরে উথরাইল গ্রামের নিকট লালমনিরহাটগামী আন্তনগর: লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছেন। নিহত জামিল উদ্দির সরদার নওগাঁ সদরের খলিশাকুড়ি সরদারপাড়া গ্রামের লবীর উদ্দির সরদারের ছেলে।
সান্তাহার রেলওয়ে পুলিশ জানান, গতকাল সোমবার ভোরে উল্লেখিত রেললাইনের আদমদীঘি রেল স্টেশনের পশ্চিমে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট গামী আন্ত:নগর লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Share This