মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দুপচাঁচিয়া বড়িয়া গ্রামে বড় ভাইয়ের দুটিমাটির ঘর ও দোকানপাট ভাঙচুর থানায় অভিযোগ ।।

দুপচাঁচিয়া বড়িয়া গ্রামে বড় ভাইয়ের দুটিমাটির ঘর ও দোকানপাট ভাঙচুর থানায় অভিযোগ ।।

২৬২ Views

স্টাফ রিপোর্টার বগুড়াঃ দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের বড়িয়া গ্রামে বড় ভাইয়ের দুটি মাটির ঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে।

এ ঘটনায় বড় ভাই শফির উদ্দিন দুদু বাদী হয়ে দুপচাঁচিয়া থানায়  একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনাস্থানে সরজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানায়।বড়িয়া গ্রামে মৃত্যু ছহির উদ্দিনের ৩ পুত্রকে মাটির ২ টি করে ঘর ভাগ করে দেন।বড় ভাই শফির উদ্দিন দুদুর দখলে থাকা দুটি মাটির ঘর ছোট ভাই আব্দুর রাজ্জাক ও ছেলে জাকারিয়া সহ অন্যান্য লোকজন মিলে মাটির দোতলা ঘরটি ভেঙ্গে ফেলেছেন। ছোট ভাইয়ের দাবি দুই হাত জায়গা তিনি পাবেন।

এই ঘটনায় শফির উদ্দিন বাদী হলে তার ছোট ভাই রাজ্জাক ও তার ছেলে জাকারিয়ার লোকজনসহ গ্রামে স্থাপিত শফির উদ্দিন দুদুর ব্যবসা প্রতিষ্ঠান দোকানে এসে হামলা করে দোকানের আসবাবপত্র ভাঙচুর করে।

ঘটনাস্থলে থানা পুলিশ এলে জিনিসপত্র তছনছ এবং ভাঙচুরকিত অবস্থায় দেখা যায়। এ ঘটনায় লোকজন জানান প্রবাসী রাজ্জাক ছোট ভাই বড় ভাইয়ের দোকানে এবং বাড়ি ঘর ভেঙ্গে ফেলেছেন।গ্রামের লোকজন মিলে বসে আপোষের মাধ্যমে তিনি কাজটি করতে পারতেন।

এ বিষয়ে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ডিউটি অফিসার জানান আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share This