মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে তালগাছের ডাল কাটতে গিয়ে গাছির মৃত্যু।।

আদমদীঘিতে তালগাছের ডাল কাটতে গিয়ে গাছির মৃত্যু।।

২৩৯ Views

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধ : বগুড়ার আদমদীঘিতে তালগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আরফান আলী (৬০) নামের এক গাছির মৃত্যু হয়েছে। প্রায় ২ ঘন্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা তালগাছ থেকে তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করেন। আজ শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় আদমদীঘি উপজেলা সদর ইউপির কদমা গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। উক্ত গাছি নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল আশ্রয় কেন্দ্রের মৃত উমিদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে আরফান আলী নামের ওই গাছি আদমদীঘির সদর ইউনিয়নের কদমা গ্রামের সরকারি রাস্তার পাশে অবস্থিত তালগাছে উঠে ডাল কাটার সময় পল্লী বিদ্যুতের টানা খোলা তারে একটি ডাল পড়ে গাছি আরফান আলীকে বিদ্যুৎস্পৃষ্ট করে। এতে তিনি গাছেই বিদ্যুতায়িত হয়ে ঝুলে থাকে।

এদিকে খবর পেয়ে ঘটনার প্রায় ২ ঘন্টা পর বেলা ১২টায় আদমদীঘির ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আরফান আলীকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Share This