নবাবগঞ্জে চলন্ত ট্রাক থেকে চাল চুরি, জনতার হাতে ডাকাত দলের ৩ সদস্য আটক
২০ Views
এম সাজেদুল ইসলাম নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ গবিন্দগঞ্জ দিনাজপুর মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার শান্তির মোড়ে চলন্ত ট্রাক থেকে চাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ডাকাত চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, হাকিমপুর উপজেলার বড় ডাঙ্গাপাড়ার মোঃ বেলাল হোসেনের ছেলে মোঃ শাকিল হোসেন (২৫) ও একই এলাকার সেলিম ভুঁইয়ার ছেলে আব্দুল হাকিম নাইস (২০) ও একই উপজেলার ছোট ডাঙাপাড়া গ্রামের আব্দুল ওয়াহেদ এর ছেলে মোমিনুল
ইসলাম (৫২)।বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার ৫ নং পুটিমারা ইউনিয়নের শান্তি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল ওয়াদুদ।
থানার এসআই নিহার রঞ্জন রায় জানান, উপজেলার পুটিমারা ইউনিয়নের শান্তির মোড় এলাকার ঢাকা মহাসড়কে খানাখন্দ থাকায় যানবাহন গুলো ধীরগতিতে চলে, এই সুযোগে আটকৃতরা দীর্ঘ দিন যাবত পন্যবাহি ট্রাকে উঠে চুরি করে আসছিল ।
এদিন আটকৃতরা চাল চুরি করে অটো যোগে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদের হাতেনাতে আটক করে। পরে পুলিশ তাদের কাছ থেকে চুরি করা ৩ বস্তা চাল ও একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করে থানা হেফাজতে নেয়। ওসি আব্দুল ওয়াদুদ জানান, এ ঘটনায় রাতেই তাদের নাম উল্লেখ করে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার বিকেলে তাদের দিনাজপুরে জেল হাজতে প্রেরণ করা হয়।