বিরলে জাকজমকপূর্ণভাবে শুভ বড়দিন উদযাপন
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥ বিরলে জাকজমকপূর্ণভাবে শুভ বড়দিন-২০২৪ উদযাপন করা হয়েছে। উপজেলার ৮৩ টি চার্চে পৃথক পৃথকভাবে এ উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে প্রার্থনা অনুষ্ঠান, আলোচনা সভা ও আপ্যায়ন অনুষ্ঠিত হয়।
২৫ ডিসেম্বর-২০২৪ বুধবার রাণীপুকুর ইউনিয়নের বহবলদিঘী খ্রীষ্টরাজার গির্জা (ক্যাথলিক চার্চ) এ শুভ বড়দিন উদযাপনে দেশী-বিদেশী অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন। বাংলাদেশ খ্রীষ্টিয়ান এসোসিয়েশন বিরল উপজেলা শাখার সভাপতি জীবিত দেব শর্মা জানান, প্যারিস সুইহারী মিশনের ফাদার পাওলো, নাওমী, নান্দোনিয়ন্তা সরেন, কার্টিটিস মাস্টার জাকব মার্ডি, পাতরাস কুজুর, উড়াও সম্প্রদায়ের প্রতিনিধি সহকারী কার্টিটিস মাস্টার দানিয়্যাল দিলিপ তিগ্যাসহ স্থানীয়দের নিয়ে এখানে বড়দিন উদযাপন করা হয়।
বাংলাদেশ খ্রীষ্টিয়ান এসোসিয়েশন বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ভুবন মহন্ত জানান, উপজেলার সকল গীর্জায় বড়দিন উদযাপনে সরকারিভাবে সহযোগিতা পাওয়া গেছে। সবমিলে জাকজমকপূর্ণভাবে বড়দিন উদযাপন করা হচ্ছে। সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।