বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বগুড়া শহরে দিনে ও রাতে ছুরিকাঘাত করে ১০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বগুড়া শহরে দিনে ও রাতে ছুরিকাঘাত করে ১০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

২৬ Views
স্টাফ রিপোটারঃ বগুড়া শহরে দিনে ও রাতে ভয়ংকর শহর নামে পরিচিতি লাভ করতে যাচ্ছেন! ১০ লাখ টাকা ছিনতাই।
বগুড়া শহরের কলোনী এলাকায় দিনেদুপুরে মোঃ তারেক (৪০) নামে এলপিজি ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের একজন ম্যানেজারকে ছুরিকাঘাত করে ১০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল পৌনে ১১টার দিকে শহরের কলোনী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত তারেক বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার আলী আজমের পুত্র।
জানা যায়, তারেক শহরের কলোনীস্থ যমুনা এলপিজি গ্যাস কোম্পানির ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান মালিয়া এন্টারপ্রাইজে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। শনিবার (২১ ডিসেম্বর) সকালে তিনি নিজ বাসা থেকে ১০ লাখ টাকার ব্যাগ নিয়ে যমুনা গ্যাস কোম্পানিতে জমা দেওয়ার উদ্দেশ্যে বের হন। এ সময় দুর্বৃত্তরা তার পিছু নেয়। এক পর্যায়ে কলোনী বটতলা এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তার হাত ও পায়ে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ১০ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে বেলা পৌঁনে ১২টার দিকে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে। বর্তমানে তিনি সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন।
বগুড়া সদর থানা সূত্রে জানা গেছে, ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশের গোয়েন্দা বিভাগসহ বগুড়া সদর থানা পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয় নি।
Share This