
বাগমারায় নয় বছর পর কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বাগমারায় কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় দীর্ঘ নয় বছর পর জমকালো আয়োজনের মধ্যেদিয়ে অনুষ্ঠিত হয়েছে উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে শুক্রবার বিকালে উপজেলার সদর ভবানীগঞ্জ নিউ মার্কেট প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে নিউ মার্কেট মিলনায়তনে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মহসিন আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আসাদুজ্জামানের পরিচালনায় প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এসময় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুৃল হক। ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক ছিলেন, রাজশাহী জেলা কৃষকলীগের আহ্বায়ক অধ্যক্ষ তাজবুল ইসলাম। এতে প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সদস্য সচিব বিমল সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষকলীগ কেন্দ্রী কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, সাখাওয়াত হোসেন সুইট, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক শামসুদ্দিন আল আজাদ, কৃষি বিষয়ক সম্পাদক আজমল হোসেন, সদস্য আবুল খায়ের নাইম, রবিউল আলম বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহমেদ, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, আল-মামুন প্রমুখ। কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। তারা হলেন, সভাপতি মহসিন আলী,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু,সহ-সভাপতি তাহমিনা ইয়াসমিন মিনা, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ কামরুজ্জামান ও নজরুল ইসলাম। এছাড়া আগামী ১৫ দিনের মধ্যে ঘোষিত কমিটির মাধ্যমে পূর্ণাঙ্গ উপজেলা কৃষকলীগের কমিটির তালিকা তৈরি করার ঘোষনা দেওয়া হয়।