শনিবার- ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

রাজশাহীর বাগমারায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার-২

রাজশাহীর বাগমারায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার-২

কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ

রাজশাহী জেলার বাগমারায় পুলিশের অভিযানে পৃথক মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় জুবায়েদুল ইসলাম। সে উপজেলার জয়পুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

অপরদিকে ৩ গ্রাম হেরোইনসহ ফরহাদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। সে শান্তিপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বুধবার রাতে উপজেলার পৃথক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।

১৯ বার ভিউ হয়েছে
0Shares