শনিবার- ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

রাজশাহীতে এক গৃহবধূর লাঁশ উদ্ধার করেছে পুলিশ

রাজশাহীতে এক গৃহবধূর লাঁশ উদ্ধার করেছে পুলিশ

কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ

রাজশাহী জেলার গোদাগাড়ীতে প্রবাসী সাব্বিরের স্ত্রী রিয়া খাতুন (১৯) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৫ টার দিকে গোদাগাড়ী থানা পুলিশ এ লাঁশ উদ্ধার করে।

জানা গেছে, বিকাল ৫ টার দিকে পৌর এলাকার ভগমন্তপুর গ্রামের আসগর আলীর মেয়ে রিয়া খাতুন ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।

নিহত রিয়ার পিতা জানান, ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে দেখতে পাই রিয়া ফ্যানের সাথে ঝুলছে। খবর পেয়ে পুলিশ রিয়ার লাঁশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, আত্নহত্যার ঘটনায় পুলিশ তদন্ত করছে। আট মাসে আগে গোদাগাড়ী গ্রামের রাকিবের ছেলে সাব্বির সঙ্গে রিয়ার বিয়ে হয়। এরপর সাব্বির বিদেশে চলে গেলে রিয়া তার পিতার বাড়ীতে থাকতেন।

২২ বার ভিউ হয়েছে
0Shares