
ধামইরহাটে হ্যান্ড্রেড হিরোকে সংবর্ধনা প্রদান

নওগাঁর ধামইরহাটে হ্যান্ড্রেড হিরোদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৪ জুন বিকেলে ধামইরহাট উপজেলা অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও গনপতি রায়েল সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো.শহীদুজ্জামান সরকার এম.পি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামইরহাট সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ধামইরহাট সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারী অধ্যাপক কবি এসএম আব্দুর রউফ, চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম খেলাল-ই-রব্বানী, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির ম্যানেজার বিমল কুমার রুরাম প্রমুখ। অনুষ্ঠানে ধামইরহাট থানার ওসি মো.মোজাম্মেল হক কাজী, প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক হারুন আল রশীদ, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার শ্যামল মন্ডল, প্রোগ্রাম অফিসার ডেনিস তপ্ন, প্রোগ্রাম অফিসার মুকুল বৈরাগী, চাইল্ড প্রোটেকশন অফিসার প্রদীপ হাঁসদা, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমীন আক্তার সুরভী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সোনার বাংলা সমবায় সমিতির নুর ইসলাম, চিরিপাড়ের যুব সমাজের মাবুদ হোসেন, তরুন সংগঠক যুব ফোরামের সভাপতি জাহিদ ইকবাল, ছাত্রলীগ নেতা মুরাদুজ্জামানসহ ১শত জনতে এই সংবর্ধনা প্রদান করাহয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ৯ম শ্রেনি হতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ১৮ বছরের উর্দ্ধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী যারা সমাজে যুব সংগঠন নেতৃত্বদান, স্বেচ্ছাসেবিকা, বাল্য বিবাহ ও শিশু শ্রম প্রতিরোধ,রক্তদান কর্মসূচীর আয়োজন, পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা, বৃক্ষরোপন অভিযান পরিচালনা, শিশুদের সাঁতার শেখানো, এলাকার রাস্তাঘাট মেরামতে ভূমিকা রাখা, জীবন দক্ষতা শিক্ষা সহপাঠিদের সহিত আলোচনা এবং করোনা মহামারী চলাকালিন সময় জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা ও মাস্ক বিতরণ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।