শনিবার- ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

সেনবাগে জামিয়াতুল উলুম মাদরাসার পুরস্কার বিতরণ

সেনবাগে জামিয়াতুল উলুম মাদরাসার পুরস্কার বিতরণ

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদরাসার পুরস্কার বিতরণ ও মাদরাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা করা হয়েছে।

এউপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নের বক্সীরহাট বাজার সংলগ্ন জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদরাসার অডিটোরিয়ামে মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা ছাইদুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা মোয়াজ্জেম হোছাইনের সঞ্চালনায় পুরস্কার বিতরণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-মাওলানা নিজাম উদ্দিন , বিশেষ অতিথি ছিলেন মাদরাসার সাবেক সভাপতি মাষ্টার বেলাল হোসেন, স্থানীয় মেম্বার আনোয়ার হোসেন, সমাজসেবক মাইন উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পরে মাদরাসার প্রস্তাবিত নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

৮২ বার ভিউ হয়েছে
0Shares