শনিবার- ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

ঠাকুরগাঁওয়ে বালুবাহী মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় কিশোরের মৃত্যু 

ঠাকুরগাঁওয়ে বালুবাহী মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় কিশোরের মৃত্যু 

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।।   বড়ভাইকে কলেজে পৌছে দিয়ে বাড়ি ফেরার পথে বালুবাহী মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় নিরব চন্দ্র রায় (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত নিরব চন্দ্র রায় ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাও বাসিয়াদেবি মন্দির পাড়া গ্রামের সুবাস চন্দ্র রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,নিরব চন্দ্র রায় শনিবার সকাল ৯ টায় তার বড়ভাই সৌরভ চন্দ্র রায়কে শহরের ইকো কলেজে পৌছে দিয়ে বাড়ি ফিরছিল।বরুনাগাও রকেটের ভাটার কাছে পৌছলে একটি বালু বোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
কিন্তু তার শারীরিক অবস্তার অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেকর্ড করেন পথিমধ্যে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি তানভীরুল ইসলাম।
বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS