শনিবার- ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ English Version

নেত্রকোণা পূর্বধলার হোগলা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি গঠনে অনিয়ম ও শিক্ষক কর্মচারী নিয়োগ বানিজ্যের প্রতিবাদে মানববন্ধন 

নেত্রকোণা পূর্বধলার হোগলা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি গঠনে অনিয়ম ও শিক্ষক কর্মচারী নিয়োগ বানিজ্যের প্রতিবাদে মানববন্ধন 

এ কে  এম  আব্দুল্লাহ, নেত্রকোণা ; নেত্রকোণা জেলা পূর্বধলা উপজেলার হোগলা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটি গঠনে অনিয়ম ও শিক্ষক কর্মচারী নিয়োগ বানিজ্যের প্রতিবাদে হোগলা চৌরাস্তা মোড়ে মানববন্ধন করেছে শতাধিক শিক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসী।  বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে কমিটি গঠন নিয়ে অনিয়ম ও শিক্ষক কর্মচারী নিয়োগের নামে বানিজ্যের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, অভিভাবকদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বিদ্যালয়ের জমিদাতা কাজল চন্দ, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আইয়ুব আলী, যুবলীগ নেতা বুলবুল মীর, সাবেক প্রধান শিক্ষকের ছেলে রফিকুল ইসলাম, শিক্ষার্থীর অভিভাবক ফরিদুল হক প্রমূখ।
বক্তারা বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে অনিয়মের মাধ্যমে অবৈধ পকেট কমিটি বাতিল করে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন ও শিক্ষক কর্মচারী নিয়োগের নামে বানিজ্য বন্ধের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
উল্লেখ্য, আগামীকাল শুক্রবার বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS