শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মধুখালীতে কৃষক প্রশিক্ষণ

মধুখালীতে কৃষক প্রশিক্ষণ

শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি ১৮ নভেম্বর শনিবারঃ  ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ফিড দ্য ফিউচার বাংলাদেশ হার্টিকালচার ফুডস এন্ড নন ফুডস ক্রপস এক্টিভিটি এর আওতায় টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত কলার জাতের বৈশিষ্ট্য, উৎপাদন প্রযুক্তি এবং অন্যান্য পরিচর্যা বিষয়ক কৃষক ও খুচরা বিক্রয়কারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১৮ নভেম্বর শনিবার লালতীর সীডস লিমিটেডের আয়োজনে প্রশিক্ষণে সভাপতিত্ব করেন মেগচামী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো হাসান আলী খান।

প্রধান অতিথির বক্তব্য রাখেন লাল তীর সীডস লিমিটেডের ফরিদপুর বিভাগীয় ব্যবস্থাপক( বিক্রয়) মোঃ সফিকুর রহমান।বক্তব্য রাখেন লাল তীর সীড লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক(বিক্র)মোঃ হারুন অর রশিদ, বিশিষ্ট চাষি মোঃ তাজউদ্দীন শেখ,আব্দুল লতিফ সেখ,বিকাশ বাইন,ভবতোষ বিশ্বাস,আমজাদ হোসেন,আলমগীর হোসেন,গোপাল বিশ্বাস, ওসমচন সরদার প্রমুখ।

কলা চাষীদের উদ্বুদ্ধ করতে মেগচামী,খালকুলা,মধুপুর,শিবপুর,খোদ্দ মেগচামী,চর মেগচামী গ্রামের ৭০ জন চাষী এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

২৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS