শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ধামইরহাটে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধামইরহাটে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ সকাল ১০ টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় ক গ্রুপে ৬ ষ্ঠ থেকে ৮ম শ্রেণি, খ গ্রুপে ৯ম থেকে ১০ ও গ গুপে একাদ্বশ থেকে দ্বাদশ শ্রেনির সর্বমোট ১৬২ জন প্রতিযোগি মেধা অন্বেষন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা পরিচালনা করেন নজিপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক আলমগীর কবির, প্রভাষক ইব্রাহীম আলী, মো. সবুর হোসেন, মো. মেহেদী হাসান।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াছমিন, সাংবাদিক আবু মুছা স্বপন উপস্থিত ছিলেন। ৪টি বিষয়ের উপর ও ৩টি গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য হতে মোট ১২ শ্রেষ্ঠ নির্বাচিত হয়ে জেলা ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে বলে মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ জানান।

১১৩ বার ভিউ হয়েছে
0Shares