শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীতে এক নারীর আত্মহত্যা

রাজশাহীতে এক নারীর আত্মহত্যা

কাজী এনায়েত, রাজশাহী অফিসঃ

রাজশাহীর দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে এক নারী আত্মহত্যা করেছে। শনিবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে বাড়ির সবার অজান্তে বাড়ির উঠানে আমের গাছের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।

জানা গেছে, উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা হনুফা বেগম (৪৫)।পারিবারিক দ্বন্দ্বের কারণে সে আত্মহত্যা করেছে।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, আলীপুর ছাতনী পাড়ার জয়নালের মা হনুফা বেগম ( ৪৫) বাড়ির সবার অজান্তে নিজ বাড়ির উঠানে আম গাছের ডালের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারনে ওই নারী আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি।

এ মামলার দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তদন্তপূর্বক পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

৪১ বার ভিউ হয়েছে
0Shares