শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

আড়ানী পৌর বাজারে ভ্রাম্যমান আদালতের ২০ হাজার টাকা জরিমানা আদায় 

আড়ানী পৌর বাজারে ভ্রাম্যমান আদালতের ২০ হাজার টাকা জরিমানা আদায় 
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে ভ্রাম্যমান আদালত ৪ ব্যবসায়ীকে ২০ টাকা জরিমানা করেছেন রাজশাহী জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ এর সহকারী পরিচালক বিপুল বিশ্বাস।
সোমবার (১৯ মে) দুপুরে এই অভিযান পরিচালনা করেন। এসময় ভিন্ন ভিন্ন অপরাধে সাইফুল স্টোরে ৭ হাজার টাকা, জাকির ট্রেডাস ৮ হাজার টাকা, মামুন হোটেল ৩ হাজার টাকা ও সাজ হোটেল ২ হাজার টাকা মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।  সেই সাথে বিভিন্ন দোকানদার কে সঠিক ভাবে মূল্য তালিকা টাঙ্গিয়ে তাবের ব্যবসা পরিচালনা করার সু পরামর্শ দেন।
রাজশাহী জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ এর সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ভিন্ন ভিন্ন ধারাতে তাদের জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা থানা পুলিশসহ স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান মুক্তা ।
২৯ বার ভিউ হয়েছে
0Shares