বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

নানা বাড়ি বেড়াতে এসে নদীতে হারিয়ে গেলো ৮ বছরের শিশু রিমি

নানা বাড়ি বেড়াতে এসে নদীতে হারিয়ে গেলো ৮ বছরের শিশু রিমি
নাটোর প্রতিনিধি  : নানা বাড়ি বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে বারনয় নদীর স্রোতে হারিয়ে গেলো ৮ বছরের শিশু রিমি। রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহী থেকে ডুবুরিদল এসে উদ্ধার অভিযান চালাচ্ছিল।
 নিখোঁজ রিমি নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্রামের সেন্টার আলহাজ্ব  মোঃ সাইফুল ইসলাম এর নাতনী। একে উপজেলার বাসুদেবপুর এলাকার কাঠমিস্ত্রি রবিউল ইসলামের মেয়ে।
 স্থানীয়রা জানান, বাড়ির পাশে বারনয় নদীতে গোসল করতে নামে মোছাঃ রিমি খাতুন। আনুমানিক বিকাল তিনটার দিকে নদীতে গোসল করতে নামে। নদীর অত্যাধিক স্রোতে হারিয়ে মুহূর্তেই হারিয়ে যায় সে।
পরে স্থানীয়রা ও খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিস অভিযান চলমান। সন্ধ্যা পর্যন্ত তারাও না পেলে পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS