বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

জেলা কমিটির সদস্য হওয়ায় ধামইরহাটে যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটনকে ছাত্রদলের সংবর্ধনা

জেলা কমিটির সদস্য হওয়ায় ধামইরহাটে যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটনকে ছাত্রদলের সংবর্ধনা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গীর আলম লিটনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।  নওগাঁ জেলা যুবদলের আহবায়ক কমিটিতে অন্যতম সদস্য মনোনীত হওয়ায় ১৪ মে বিকেল ৫ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবর্ধনাপ্রদান করে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্র্রদল।

জানা গেছে, বাংলাদেশ জাতীয়তা বাদী কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত নওগাঁ জেলা যুবদলের আহবায়ক কমিটিতে  মো. মাসুদ হায়দা টিপুকে আজবায়ক ও  মো. রুহুর আমিন মুক্তাকে সদস্য সচিব করে পূর্বে গঠিত কমিটি গতকাল ১৩ মে অনুমোদন করা হয়। সেই কমিটিতে ধামইরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা কারা নির্যাতিত নেতা মো. জাহাঙ্গীর আলম লিটনকে আহবায়ক কমিটির সদস্য মনোনীত করায় ধামইরহাট উপজেলা, পৌর ও সরকারি এম এম কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ তাকে সংবর্ধনা প্রদান করেন। এ সময় উপজেলা বিএনপির অন্যতম নেতা মো. হানজালা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিফ আরাফাত অভি, উপজেলা ছাত্রদলের অন্যতম ছাত্রদল নেতা ওমর ফারুক রোমন, রুবেল হাসান রতন, পৌর ছাত্রদলের উদিয়মানর ছাত্রনেতা ফয়সাল আহমেদ, ইসবপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ফিরোজ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

৪৯ বার ভিউ হয়েছে
0Shares