শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

নেত্রকোণায় ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠাণ অনুষ্ঠিত

নেত্রকোণায় ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠাণ অনুষ্ঠিত
 এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণাঃ নেত্রকোণা জেলায় ‘ভিডিপির  অ্যাডভান্সড মৌলিক প্রশিক্ষণ’ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার দুপুরে জেলা আনসার ভিডিপির কার্যালয়ে জেলা কমান্ড্যান্ট এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে।
নেত্রকোনা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে মদন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীমি ফেরদৌসী এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নেত্রকোনার জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বারহাট্টা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মেরিনা কাদের শেলী, কলমাকান্দা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক, মোহাম্মদ আব্দুল আউয়াল প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নেত্রকোণার জেলা কমান্ড্যান্ট মোঃ জিন্নাতুল ইসলাম বলেন,  এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশিক্ষণ। এ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে  প্রশিক্ষণার্থীরা আর্থ-সামাজিক উন্নয়ন, নিরাপত্তা বিষয়ক সচেতনতা, বেকারত্ব দূর করার জন্য উদ্যোক্তা হওয়ার কর্মকৌশল সম্পর্কে ধারণা লাভ করে  এবং  অস্ত্র চালনাসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের দিকগুলো সম্পর্কে সম্যক ধারণা লাভ করে। তারা এই প্রশিক্ষণ শেষে বাংলাদেশ আনসার বাহিনী কর্তৃক বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন, নির্বাচনের সময় ডিউটি, পূজা চলাকালীন সময়ে ডিউটি ও দেশের যে কোনো  দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য হিসেবে তারা কাজ করার সুযোগ পায়। বেকারত্ব দূর করার জন্য আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক হতে সহজ শর্তে ঋণ দেওয়া হয়, যেন তারা সাবলম্বী হতে পারে। তিনি প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবার প্রতি আহবান জানান।
২৮ দিন মেয়াদী এ প্রশিক্ষণে  বিভিন্ন উপজেলার ৮০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।  অনুষ্ঠানে প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনের জন্য প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
১২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS