রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বগুড়ার কাহালুর বিবির পুকুরে তারেক রহমান নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।।

বগুড়ার কাহালুর বিবির পুকুরে তারেক রহমান নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।।

৭৫ Views

স্টাফ রিপোর্টার ঃ বুধবার বিকেলে কাহালুর বিবির পুকুর বাজার যুবসমাজের আয়োজনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন নারহট্র ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য গোলাম রব্বানী মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, বগুড়া ভান্ডার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, বাংলাদেশ সরকারের জাতীয় স্বর্ণ ও রুপ্য পদক প্রাপ্ত বিশিষ্ট মৎস্য চাষী আলহাজ্ব শফিকুল ইসলাম, কাহালু পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, নারহট্ট ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক এ কে এম রায়হান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব ফাহিম আহমেদ সুমন, পৌর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জ্বর আল গেফারী, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান মোস্তফা আমীর স্বাধীন সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, বিবির পুকুর বাজার যুবসমাজের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাজার হাজার ক্রীড়ামুদি দর্শকবৃন্দ।
ফাইনাল খেলায় কাহালুর প্রতাপপুর তালদিঘী ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়ে সিরাজগঞ্জ রিয়াজুল ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

Share This