শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বগুড়ার অভিযানে চাঁদার টাকা না পেয়ে বহুল আলোচিত ক্লুলেস হোটেল সানশাইন এর ম্যানেজার বিপুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মোঃ জুম্মান কসাই(৪১) কে গ্রেফতার।।

বগুড়ার অভিযানে চাঁদার টাকা না পেয়ে বহুল আলোচিত ক্লুলেস হোটেল সানশাইন এর ম্যানেজার বিপুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মোঃ জুম্মান কসাই(৪১) কে গ্রেফতার।।

২৬ Views

মোসাব্বর হাসান মুসা বগুড়া স্টাফ রিপোটারঃ

র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর অভিযানে চাঁদার টাকা না পেয়ে বহুল আলোচিত ক্লুলেস হোটেল সানশাইন
এর ম্যানেজার বিপুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মোঃ জুম্মান কসাই(৪১) কে গ্রেফতারকরা হয়েছে।

গত ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখ আনুঃ ১৪.৩০ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন মাটিডালি বিমান মোড়স্থ সানসাইন আবাসিক হোটেলের ম্যানেজার মোঃ বিপুল মিয়া (৪২), পিতাঃ মোঃ আব্দুল মজিদ, সাং শালমারা মিরারপাড়া, থানাঃ গোবিন্দগঞ্জ, জেলাঃ গাইবান্ধাকে কয়েকজন দুর্বৃত্ত ধারালো চাকু দিয়ে নির্মমভাবে কুপিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে হোটেলের স্টাফ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় ভিকটিমকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনিত হওয়ার ভিকটিমকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং চিকিৎসা চলাকালীন রাত ২১.৩০ ঘটিকায় ভিকটিম মারা যায়। এতে বগুড়াসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যার পর থেকেই র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া হত্যার কারণ অনুসন্ধান এবং হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের আওতায় আনার প্রয়াস চালাতে থাকে। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২ মোঃ আতিকুর রহমান মিয়া, পিপিএম, অতিরিক্ত ডিআইজি এর দিকনির্দেশনায় অদ্য ১৫ ফেব্রæয়ারি ২০২৫ ইং তারিখ আনুঃ ১৩.৩০ ঘটিকায় র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর একটি চৌকস আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন চকজাদু রোড, ০১নং রেলগেট সেলিম হোটেল এর সামনে অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর বিপুল হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামী মোঃ জ্ম্মুান কসাই (৪১), পিতাঃ মোঃ সোহরাব কসাই, গ্রামঃ চক সূত্রাপুর(চামরা গুদাম), থানাঃ বগুড়া সদর, জেলাঃ বগুড়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

Share This