রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মান্দার ৩ টি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন স্থানীয় সরকার নওগাঁ’র উপ-পরিচালক

মান্দার ৩ টি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন স্থানীয় সরকার নওগাঁ’র উপ-পরিচালক

২২ Views

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর মান্দায় ৩ টি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন স্থানীয় সরকার নওগাঁ’র উপ-পরিচালক (উপ-সচিব) টি এম এ মমিন। মঙ্গলবার উপজেলার কুসুম্বা,গণেশপুর এবং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের  উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন তিনি। নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম ও ইউনিয়ন পরিষদের অন্যান্য সকল সেবা সম্পর্কে খোঁজ খবর নেন এবং হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য পরিষদের কর্মকর্তাসহ সকল জন প্রতিনিধিদের প্রতি দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় মান্দা উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া, গনেশপুর ইউ’পি চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, কুসুম্বা ইউ’পি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, প্রসাদপুর ইউ’পি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডলসহ ওইসব  ইউনিয়ন পরিষদের সচিব,সকল ইউ’পি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে,নওগাঁর মান্দায় গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি বিষয়ে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের নিয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউএনওর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার নওগাঁর উপ-পরিচালক (উপ-সচিব) টি এম এ মমিন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপজেলা কো-অর্ডিনেটর আরফিন আক্তার, আইয়ুব আলী, ইউনিয়ন হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর আবু বক্কর সিদ্দিক, একরামূল হক এবং  আলমগীর হোসেন প্রমুখ।
এতে উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরেরা অংশগ্রহণ করেন।

Share This