শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে কয়াকুঞ্চি বিএনপি অফিস ভাঙচুর মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার।

আদমদীঘিতে কয়াকুঞ্চি বিএনপি অফিস ভাঙচুর মামলায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার।

২০ Views

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের কয়াকুঞ্চি গ্রামে বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় চাঁপাপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক তপন কুমার (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তপন কুমার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির মিতইল গ্রামের শী নিপেন্দ্রনাথ সরকারের ছেলে।
মামলা সূত্রে জানা য়ায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কয়াকঞ্চি গ্রামস্থ বিএনপির অফিসে বিগত ২০২৪ সালের ২৫ ডিসেম্বর দিবাগত রাত দেড় টায় বে-আইনী জনতায় দলবদ্ধ ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির অফিসে অতর্কিত ভাবে হামলা চালিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাংচুর ও পদদলীত করে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। এ ঘটনায় গত ২৬ ডিসেম্বর রাতে আদমদীঘি উপজেলার কাঞ্চনপুর গ্রামের মোজাম্মেল হক সরকারের ছেলে চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ হোসেন সরকার বাদি হয়ে ৫৩জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫০জনসহ মোট ২০৩জনের বিরুদ্ধে নাশকতা সৃষ্টি সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। এ মামলার ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক তপন কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতকে গত শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share This