শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আদমদীঘিতে বৈদ্যুতিক মিটার চুরি করার সময় চোর আটক।

আদমদীঘিতে বৈদ্যুতিক মিটার চুরি করার সময় চোর আটক।

২২ Views

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে বৈদ্যুতিক মিটার চুরি করার সময় শহিদ মিয়া (২৬) নামের এক চোরকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির তারতা গ্রামে এ ঘটনা ঘটে। আটক শহিদ মিয়া আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের আব্দুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার তারতা গ্রামে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক মিটার চুরি করার সময় গ্রামবাসি শহিদ নামের ওই চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেন। এ ঘটনায় আদমদীঘি থানায় চুরি মামলায় শহিদকে গ্রেপ্তার দেখিয়ে গত শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

Share This