রবিবার, ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

বিরলে সর্প দংশনে ২ জনের পৃথক পৃথক মৃত্যু

বিরলে সর্প দংশনে ২ জনের পৃথক পৃথক মৃত্যু

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)\ বিরলে সর্প দংশনে এক শিশু ও এক নারীর পৃথক পৃথক মৃত্যু হয়েছে।
উপজেলার রাণীপুকুর ইউনিয়নের শিবপুর (ধলাহার) গ্রামের মোঃ মানিক হোসেন এর ছেলে মনিরুজ্জামান মনির (৪) শুক্রবার রাত আনুমানিক ২ টায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করে।
প্রতিবেশীরা জানান, বাবা-মা শিশুটির হাতে সর্প দংশনের মত ক্ষত দেখতে পায় তখন চিকিৎসার চেষ্টা করেও কোন কাজে আসেনি। পরিবারের একমাত্র ছেলের অনাকাঙ্খিত মৃত্যুতে পরিবারটিতে চরম শোকের ছায়া নেমে আসে। শনিবার সকাল ১১ টায় জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে নিশ্চিত করে মানিক হোসেন।
অপরদিকে, উপজেলার ভান্ডারা ইউনিয়নের রামপুর কামারপাড়া গ্রামের মৃত মোতালেব হোসেন এর স্ত্রী আলেয়া বেগম (৫৫) শনিবার দুপুর ২ টায় খড়ি ঘরে খড়ি নেয়ার সময় সর্প দংশনে অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩ টায় তিনি মৃত্যুবরণ করেন বলে মৃতর ছেলে নওশাদ ইকবাল নিশ্চিত করেন। বিকেলে এ রিপোর্ট লেখাকালীন হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা লাশ গ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS