বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, English Version

পাঁচবিবিতে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।।

পাঁচবিবিতে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।।

মোঃআমজাদ হোসেন স্টাফ রিপোর্টার:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন।

এছাড়া সভায় বক্তব্য রাখেন পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম, বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, আটাপুর ইউপি চেয়ারম্যান আ.স.ম. সামছুল আরেফিন চৌধুরী (আবু)আয়মা রসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মিল্টন এবং দারুল ইসলাহ একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আবুল বাসার।

সভায় সাংবাদিকসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতি ইউএনও রোমানা রিয়াজ তাঁর বক্তব্যে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে অংশগ্রহণকারী সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় পাঁচবিবিকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

১৪ বার ভিউ হয়েছে
0Shares