নাটোরের হালসায় সংঘবদ্ধ ডাকাতি, স্বর্ণালংকার লুট


নাটোর প্রতিনিধি : নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের পার হালসা গ্রামে সংঘবদ্ধ একদল ডাকাত একটি বাড়িতে ডাকাতি চালিয়েছে।২৪ এপ্রিল রাত আননুমানিক ২টা ১৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পার হালসা গ্রামের বাসিন্দা মো. আইয়ুব আলী (৬০), পিতা—মৃত আব্দুর রহমান এর বাড়িতে রাতের আঁধারে ৮ থেকে ৯ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতরা পরিবারের সকল সদস্যের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং ঘরের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায়।
এ সময় ডাকাতরা বাড়ি থেকে প্রায় ৫ থেকে ৬ ভরি স্বর্ণালঙ্কার, ৪-৫টি শাড়িসহ মূল্যবান অন্যান্য সামগ্রী লুট করে নেয়। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি নিয়ে নাটোর সদর থানা পুলিশ তদন্ত শুরু করেছে এবং ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান।
এ ধরনের ঘটনায় গ্রামীণ জনপদে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে গতকাল রাতে জেলার লালপুর উপজেলায় একা আইনজীবীর ভাষায় ডাকাতি সংঘটিত হয়।
৫৮ বার ভিউ হয়েছে