রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়ানী ক্রীড়া ও সাংস্কৃতিক চক্রের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত 

আড়ানী ক্রীড়া ও সাংস্কৃতিক চক্রের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত 

২২৮ Views
ফজলুর রহমান মুক্তা-বাঘা (রাজশাহী)  :  রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে অবস্থিত আড়ানী ক্রীড়া ও সাংস্কৃতিক চক্রের আয়োজনে সদস্যদের পরিবারসহ  বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি ) সকাল ১০টা থেকে সন্ধ্যা পযন্ত আড়ানী ক্রীড়া ও সাংস্কৃতিক চক্রের সম্মানিত সভাপতি মৃণাল ত্রিবেদী রাজা ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মন্টুর পরিচালনায় আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।
এতে ক্রীড়া সাংস্কৃতিক চক্রের সকল সদস্যদের পরিবারের সবাই বিস্কুট খেলা, দৌড়, সুচে সুতা পরানো, মোরগ লড়াই, মোমবাতি দৌড়, বালিশ খেলাসহ বিভিন্ন ধরনের খেলায় মেতেছিলেন সারা দিন। শেষে পুরস্কার বিতরণ ও আলাল সহ ক্রীড়া ও সাংস্কৃতিক চক্রের যেসকল সদস্য মারা গেছে তাদের রুহের মাগফেরাত কামনা করেন সম্মানিত সভাপতি মৃণাল ত্রিবেদী রাজা।
উপস্থিত ছিলেন,  সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সুজিত কুমার সাহা, শাহবাজ আলী, উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য দেবব্রত ত্রিবেদী ডেটল, সম্মানিত সদস্য শিক্ষক সজ্ঞয় কুমার দাস, জাহিদ হোসেন, রেজাউল করিম, জানারুল ইসলাম, অর্থ সম্পাদক আনোয়ারুল হক বারীন, দপ্তর সম্পাদক মাহাতাব আলী বাদসা, কক্ষ সম্পাদক আব্দুর রাজ্জাক দিলু, সহ-কক্ষ সম্পাদক রুহুল আমিন, ফুটবল বিষয়ক সম্পাদক মহাদেব মজুমদার, সহ ফুটবল বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ঝন্টু, ক্রিকেট বিষয়ক সম্পাদক বজলুর রহমান, আন্ত: কক্ষ ক্রীড়া সম্পাদক ফারুক আনোয়ার, সঙ্গীত বিষয়ক সম্পাদক স্বপন কুমার হালদার,
সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু সাইদ তোতা সম্মানিত সদস্য সাংবাদিক ডাক্তার ফজলুর রহমান মুক্তা, জালাল উদ্দিন, নিঠু,  রফিক  উদ্দিন, আশরাফুল আলম, আসাদু জ্জামান রানা, জাহাঙ্গীর আলম, আলিমুল হক, রকিব উদ্দিন, ফারুক, মামুন প্রমুখ।
উল্লেখ্য : আড়ানী ক্রীড়া ও সাংস্কৃতিক চক্র ১৯৮০ সালে স্থাপিত হয়ে এখন পর্যন্ত সফল ভাবে এগিয়ে যাচ্ছে। এখন আড়ানী ক্রীড়া ও সাংস্কৃতিক চক্রের সদস্য সংখ্যা একশত চল্লিশ জন।
Share This