নির্বাচিত সরকার ছাড়া এসব অস্থিরতা বন্ধ করা অসম্ভব – নাটোরে দুলু


নাটোর প্রতিনিধি ; বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া এসব অস্থিরতা বন্ধ করা প্রায় অসম্ভব। সে কারণে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা সরকারের দেশপ্রেমের অংশ হবে। তিনি আজ বৃহস্পতিবার বিকেলে নাটোর সদরের ৪ নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নে দরাপপুর উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, দরাপপুর উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও জেলা যুবদলের সহ সভাপতি কাবির হোসেন কাঙ্গাল সহ অত্র ইউনিয়ন এর নেতৃবৃন্দ।
৯ বার ভিউ হয়েছে