ইয়ানূর রহমান : বৃহস্পতিবার দুপুরে যশোর শহরের রেলগেট মোড়ে একটি দ্রুতগামী ইঞ্জিনচালিত রিকশার ধাক্কায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম টফি (৪৬)। তিনি শহরের রেলগেট এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন রাব্বী (৩২) ও প্রান্ত (২১)।
প্রত্যক্ষদর্শীরা জানান, টফি যখন রাস্তা পার হচ্ছিলেন, তখন একটি দ্রুতগামী রিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। একই সময়ে, আরেকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বীকে ধাক্কা দিলে তিনিও গুরুতর আহত হন। মোটরসাইকেল চালক প্রান্তও ছিটকে পড়ে আহত হন।
আহতদের দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে প্রান্তর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।