ধামইরহাটে ওলামা সমাবেশ অনুষ্ঠিত

ধামইরহাটে ওলামা সমাবেশ অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে ওলামা সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওলামা বিভাগের ধামইরহাট উপজেলা শাখার উদ্যোগে ১৯ এপ্রিল শনিবার সকাল ১০ টায় ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ হল রুমে উপজেলা শাখার নায়েবে আমির ও ওলামা বিভাগ ধামইরহাট উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাংগঠনিক সেক্রেটারি এবং রাজশাহী অঞ্চলের সহকারি পরিচালক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের টিম সদস্য মোঃ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জামায়াতে ইসলাম নওগাঁ জেলা শাখার নায়েবে আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, নওগাঁ জেলা শাখার নায়েব আমির ও পত্নীতলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, কর্মপরিষদ সদস্য ও জামায়াতে ইসলাম নওগাঁ জেলা শাখার ওলামা বিভাগের সভাপতি একেএম ফজলুর রহমান, ধামইরহাট উপজেলা শাখার আমির মোঃ কামরুজ্জামান জুয়েল প্রমূখ বক্তব্য রাখেন।

১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS